ওসমান গণিঃ মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ই ডিসেম্বর কবিনগর কবিদের আসর সিলেট উত্তর বালুচর জুনাকী সংলগ্ন মাঠে ২৫০ জন শিশুকিশোর স্কুল ছাত্রছাত্রীদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছে।
সেক্ষেত্রে প্রত্যেকটি শিশুদের জন্য রয়েছে খাবারের ব্যবস্থা।
পুরস্কার হিসেবে রয়েছেঃ
১/ স্কুল ব্যাগ
২/ টিফিন বক্স
৩/ আর এফ এল মগ
৪/ মিনি আর এফ এল মগ
৫/ বড় টিফিন বক্স ও
টিচারদের জন্য রয়েছে সম্মাননা ক্রেস্ট।
উক্ত অনুষ্ঠানে আপনারা সবাইকে কবিনগর কবিদের আসরের পক্ষ থেকে আমন্ত্রণ করা হয়েছে।
ছাদির হুসাইন ছাদি
প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক
কবিনগর কবিদের আসর
নিউজটি শেয়ার করুন :