শিরোনাম

ললক্ষ্মীপুরে পিকআপ চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পিকআপ চাপায় মারিয়া আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) বিকালে পৌরশহরের আটিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে স্থানীয়রা ঘাতক চালক মামুন হোসেন ও গাড়িটি আটক করে পুলিশে সৌপদ্দ করেছেন।

নিহত মারিয়া আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলী এলাকার নিজাম উদ্দিনের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মারিয়া তাঁর মায়ের সাথে লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াবাজার এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছেন। বিকালে বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী পিকআপটি চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় ওই স্কুল ছাত্রী। পরে স্থানীয়রা তাৎক্ষনিক গাড়ি ও চালককে আটক করে পুলিশে দিয়েছেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পিকআপ ও চালককে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :