শিরোনাম

ইশা ছাত্র আন্দোলন খুলনা নগর ও জেলা সম্মেলন কাল

 

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলা সম্মেলন আগামীকাল ২০ ডিসেম্বর ‘১৯ শুক্রবার বিকাল ৩ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওঃ অধ্যক্ষ আব্দুল আউয়াল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম হাসিবুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী জেনারেল একে এম আব্দুজ্জাহের আরেফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, জেলা সভাপতি আলহাজ্ব মাওঃ আব্দুল্লাহ ইমরান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী মাওঃ আব্দুল্লাহ আল মামুন, নগর ছাত্র ও যুব বিষয়ক মাওঃ মুফতী ইমরান হোসাইন, জেলা ছাত্র যুব বিষয়ক মাওঃ আবু সাঈদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আগামীকালের সম্মেলন সফল করার জন্য ইতেমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলা কমিটি।

নিউজটি শেয়ার করুন :