শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
খুলনা মহানগরীতে সাতক্ষীরা ঘোষ ডেয়ারী নামের দুইটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকির সময় তাদের জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।
তিনি বলেন, নিয়মিত বাজাত তদারকিমূলক অভিযান পরিচালনা করার সময় খুলনা সদর থানাধীন ইসলামপুর দোলখালা রোড এলাকায় নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করার দায়ে নিউ জগন্নাথ সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ১০ হাজার টাকা এবং লবনচরা থানাধীন মোহাম্মদ নগর এলাকায় নোংরা পরিবেশ মিষ্টি তৈরি, কাপড়ের রং ব্যবহার ও ঘি এর বোতলে মেয়াদ, মূল্য, ওজন উল্লেখ না করায় সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, খুলবার ৩ এপিবিএন ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর খুলনা প্রতিনিধিরা।