নিজস্ব প্রতিবেদক: বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশনের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে এবং চট্টগ্রাম মহানগর কমিটি গঠনের বিষয়ে ২ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম আগ্রাবাদস্থ একটি হোটেলে বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলীর পরিচালনায় এবং চেয়ারম্যান ইঞ্জি: শাহীন চৌধুরীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবছারুল হক, ভাইস চেয়ারম্যান এম এ জলিল, প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক এম এ আশরাফ চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য উৎপল কুমার দাশ, মো: ইউসুফ রানা, মো: সাজ্জাদুল করিম খান, ইঞ্জি: মোঃ রুবেল, মোঃ আলাউদ্দিন আরাফাত, মোঃ মাজহারুল, মোঃ রনি,রাজ দে প্রমুখ।
উক্ত আলোচনা সভায় সংগঠনের সকলকে এক হয়ে কাজ করার আশা প্রকাশ করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জি:শাহিন চৌধুরী।