শিরোনাম

খুলনায় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে সৈনিক নিহত

 

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে শফিকুল ইসলাম নামের এক সৈনিক নিহত হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালি সেতুর পাশে দুর্ঘটনাটি ঘটে।

খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ বলেন, সেনাবাহিনীর শীতকালিন মহড়া উপলক্ষে বরিশাল থেকে সাতক্ষীরায় ট্রাক যোগে একটি দল যাচ্ছিল। ডুমুরিয়ার বালিয়াখালি সেতুতে উঠার সময় ট্রাকটি খাদে পড়ে নিয়ন্ত্রন হারিয়ে মৎস ঘেরে পড়ে যায়। ওই গাড়ীতে ২৭ জন সেনা সদস্য ছিল। যার মধ্যে একজন সৈনিক নিহত হয়েছেন এবং ২ জন আহত হয়েছেন। উদ্ধার অভিযান সেনাবহিনী নিয়ন্ত্রন করছে।

নিউজটি শেয়ার করুন :