নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন- বিশ্ব শাখার সম্মানিত সভাপতি ও চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মো: মুরাদ হাসান (এমপি) মহোদয়ের
নির্দেশনায় বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন
কেন্দ্রীয় পরিষদ ইউনিয়নের কুলপাল গুইঞ্চার চর, গ্রামের অসহায় বন্যার্ত পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন
এ সময় ছিলেন সংগঠন’র বাংলাদেশ অধ্যায়ের সভাপতি: লায়ন এম. এ রহিম চৌধুরী রায়হান, সেক্রেটারী: সৈয়দ ইলিয়াছ হোসেন, সহ-সভাপতি: মো: জাহিদুল ইসলাম, প্রধান সমন্বয়কারী সৈয়দ অাল- মামুন, জাকির হোসের (রাজু), মো: রসুল অামিন (রিংকু) বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন- বাংলাদেশ অধ্যায়ের কেন্দ্রীয় নেতাকর্মিরা ও মো: সাইদুল হক, মো: মুন্সি রাজ, মো: অারিফ প্রমূখ।
৮ অাইটেমের একটি প্যাকেজ করে ১৫০ পরিবারকে ত্রান সামগ্রী বিতারন করেন। চাউল- ৫ কেজি, অাটা- ১ কেজি, লাচ্ছি সেমাই ১ কেজি, চিড়া- ১ কেজি, প্যাকেট বিস্কুট ১ প্যাকেট, ওর স্যালাইন ৩টি, চিনি ২৫ গ্রাম, ডাল- ১ কেজি। জাতীয় শ্রমিকলীগ সরিষাবাড়ী আঞ্চলিক জেলা শাখার সহ- যোগিতায় সভাপতি, সাধারন সম্পাদক, যুগ্ন সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দলীয় নেতা-কর্মিদের সার্বিক সহ-যোগিতায় ত্রান বিতারন শেষ হয়।