শিরোনাম

লক্ষ্মীপুরে জামিরতলী উচ্চ বিদ্যালয়ে রজত জয়ন্তী উৎসব পালন

 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামিরতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে রজত জয়ন্তী উৎসব ২৫ ডিসেম্বর (বুধবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাবুদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং লক্ষ্মীপুর সদর আসনের এমপি একে এম শাহজাহান কামাল এমপি।

বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সদর মামুনুর রশিদ, চন্দ্রগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন, দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ।

বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, এ্যাড. শামছু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ, ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলু, আবু তালেব প্রমুখ।

এসময় বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :