শিরোনাম

আগামীকাল ইশা ছাত্র আন্দোলন’র বরিশাল জেলা সম্মেলন

 

আশরাফুল ইসলাম, বরিশাল:

‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলাম-ই কার্যকর পন্থা’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আগামীকাল ২৮ ডিসেম্বর শনিবার দুপুর ২টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার আয়জনে জেলা সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেধাবী ছাত্র ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এম. হাছিবুল ইসলাম।

ইশা ছাত্র আন্দোলন বরিশাল জেলা পরিবারের পক্ষ থেকে আগামীকালের জেলা সম্মেলনে উপস্থিত থাকার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন :