শিরোনাম

লৌহজংয়ে যুবকদের জন্য দোয়া করলেন মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম

 

আ.স.ম. আবু তালেবঃ

বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্পদ নামে খ্যাত যুব সমাজ ধবংসের পথে। নেশার ছোবলে দেশের মূল শক্তির উৎস অধিকাংশ যুব সমাজ আজ সমাজের বোঝা হয়ে দাড়িয়েছে। দেশ তথা জাতি এতে বড়ই উদ্বেগ-উৎকন্ঠায় চিন্তিত হয়ে পড়েছে।

ঐতিহ্যবাহী লৌহজংয়ে সবাইকে হতবাক করে ইসলামী যুব আন্দোলনের অনুপ্রেরণায় যুব সমাজ অত্র উপজেলার মালির অংক বাজারস্থ শেখ মাইনুদ্দীন মার্কেটের বালুর মাঠে গত ৩০ ডিসেম্বর রোজ সোমবার প্রথম বার্ষিক এক বিশাল ওয়াজ মাহফিল  ও হালকায়ে জিকিরের অনুষ্ঠিত হয়।

প্রচুর লোকজনের আগমনে সার্থক – সাফল্য মন্ডিত হয়ে ওঠে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির নামক বেহেশতের বাগানটি। মুফতী ফয়জুল করীম (দাঃ) আবেগ – আপ্লুত হয়ে তার মূল্যবান বয়ানে যুবকদের জন্য প্রাণ খোলে দোয়া করেছেন। যুবকরাও লৌহজংয়ের সর্বত্র দ্বীনের আলো ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।

এ ব্যাপারে তারা সবার নিকট দোয়া কামনা করেছেন। যুবক ছাড়াও অনেক মুরব্বী হযরতের মুখে পবিত্র কুরআন – হাদীসের বয়ান শুনে জাহান্নামের ভয়ে কান্না করে গুনাহ থেকে ফেরার অঙ্গীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন :