শিরোনাম

পরিচ্ছন্নতার অভিযান চালান পতেঙ্গা মডেল থানার ওসি উৎপল বড়ুয়া

 

মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীতে পরিচ্ছন্ন অভিযান চালিয়েছেন পতেঙ্গা মডেল থানা পুলিশ। পতেঙ্গা সমুদ্র সৈকতে এদিক-সেদিক চিপস ও বিস্কুটের প্যাকেট আর প্লাস্টিকের খালি বোতল চোখে পড়ে। অপচনশীল এসব আবর্জনার কারণে সৈকতের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই সেখানে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে পতেঙ্গা মডেল থানা পুলিশ।

এতে অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষার শপথ নেন। একইসঙ্গে অন্যদেরও সৈকতে ময়লা না ফেলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনের শেষ সূর্যকে বিদায় জানাতে জানাতে সমুদ্র সৈকতে পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।

এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। পরিচ্ছন্নতা অভিযান শেষে ওসি উৎপল বড়ুয়া বলেন, ‘জননিরাপত্তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছি আমরা। সৈকতের ভারসাম্য রক্ষায় কোনও ধরনের ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সবার এগিয়ে আসা প্রয়োজন।’

তিনি আরো বলেন, আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলো সাজাবো নির্ভুলভাবে। নতুন বছরে হবে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্যুারিস্ট পুলিশের ওসি সাজ্জাদ হোসেন, বিচ কমিউনিটি পুলিশের সভাপতি মো. মুসা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :