শিরোনাম

লক্ষ্মীপুরে বিনামূল্যে বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত 

 

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে জেলার প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো। বিনামূল্যে বই পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করছে শিক্ষার্থীরা।

বুধবার (১ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর এন আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-০৩ (সদর) আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল। এসময় জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এদিন লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বই উৎসব পালন করতে দেখা যায়। এ উৎসবে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর জেলায় প্রায় ৫ লাখ ছাত্রছাত্রীর মাঝে নতুন বই বিতরণ করা হচ্ছে। এর মধ্যে জেলার ৫টি উপজেলায় ৭৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ লাখ ৩ হাজার ৯৫০ জন, ৩৪৩টি বেসরকারি ও অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৩ হাজার ১৯০ জন এবং প্রায় ৩০০টি সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২ লাখ ৭০ হাজার ছাত্রছাত্রী নতুন বই পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন :