শিরোনাম

ভোলায় উৎসব মুখর পরিবেশে বই বিতরণ উৎসব ২০২০ পালিত

 

মোঃ আরিয়ান আরিফ, ভোলাঃ

ভোলায় উৎসব মুখর পরিবেশে বছরের প্রথম দিন জেলার সাত উপজেলায় প্রাথমিক, ইবতেদায়ী, দাখিল, ভোকেশনাল ও মাধ্যমিক পর্যায়ের ৬ লাখ ৩০ হাজার ৩৭৫ জন শিক্ষার্থীর মাঝে ৫৩ লাখ ৩৯ হাজার ২৪৫ টি নতুন বই বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকেই জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ বই বিতরণ করা হয়। আর শিক্ষার্থীরাও বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দ ও উৎসবে মেতে উঠে।

সকালে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় ভোলা কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে বই উৎসবের উদ্বোধন করেন। সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ শহরের ৩৯নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা আক্তার সুমনাসহ বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

এছাড়াও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিহাদ হাসান, জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রশিক্ষণ সমন্বয়ক মো. মাইনউদ্দিন আহমেদ সদর উপজেলার পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন। এসময় কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামসহ শিক্ষক, অভিবাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, এবছর জেলার সাত উপজেলায়, মাধ্যমিক পর্যায়ের মাধ্যমিক ১ লাখ ৩৯ হাজার ৫৯ জন শিক্ষার্থীর মাঝে ৩৯ লক্ষ ১৩ হাজার ৩৭১টি বই, প্রাথমিক পর্যায়ে ৩ লাখ ৩১ হাজার ৫৯৭ জন শিক্ষার্থীর মাঝে ১৪ লক্ষ ২৫ হাজার ৮৭৪টি বই, এবতেদায়িতে ১ লাখ ৩ হাজার ৯৯৪ জন শিক্ষার্থীর মাঝে ৭ লাখ ২৮ হাজার ৮১৬টি বই, ভোকেশনালে ৩ হাজার ৪৫০ জন শিক্ষার্থীর মাঝে ১৬ হাজার ২৬৪টি বই বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন :