আ.স.ম. আবু তালেবঃ
সম্প্রতি জনপ্রিয় ও শীর্ষস্থানীয় দৈনিক ওলামা কন্ঠ সংবাদপত্রে “লৌহজংয়ে খাস জমি ও খাল প্রভাবশালীদের দখলে” শীর্ষক সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসন নড়েচড়ে ওঠেছে।
গত ৫ জানুয়ারী রবিবার সকাল ১১ টায় অত্র উপজেলাস্থ হলদিয়া বাজারের ব্রীজের পশ্চিম পার্শ্বে বিক্রমপুর সুপার মার্কেটে অভিযান চালিয়ে মার্কেট ভেঙ্গে দখলকৃত খাস জমি উদ্ধার করে পুলিশ।
খাস জমি দখলে রাখতে কোনো কোনো প্রভাবশালী নেতা এখন উচ্চ পর্যায়ে তদবির করতে ব্যস্ত হয়ে পড়েছে বলে জানা গেছে।
নিউজটি শেয়ার করুন :