শিরোনাম

“বাংলার স্বাধীনতা সংগ্রামে গণমাধ্যমের ভুমিকা” শীর্ষক আলোচনা সভা ১১ জানুয়ারী

 

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে “বাংলার স্বাধীনতা সংগ্রামে গণমাধ্যমের ভুমিকা” শীর্ষক আলোচনা সভা ১১ জানুয়ারী বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হল রুমে সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কবি ও সাংবাদিক মোঃ কামাল হোসেন এর সঞ্চলনায় এবং জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় উপদেষ্টা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রিয় চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে থাকবেন বাংলা টিভির প্রযোজক ও উপস্থাপক লেখক, গবেষক মোঃ কামাল উদ্দীন, উদ্বোধক হিসেবে থাকবেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রিয় মহাসচিব মোঃ আবির উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রিয় কমিটির সভাপতি মোঃ জহির উদ্দীন তিতাস, সাপ্তাহিক চট্টবাণী সম্পাদক মোঃ নুরুল কবির, সাপ্তাহিক গণ অধিকার পত্রিকার প্রধান সম্পাদক মুহাম্মদ আবু মনছুর, চট্টগ্রাম সাংবাদিক ফোরামের আহবায়ক শিব্বির আহমদ ওসমান, জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোঃ ছরওয়ার উল আলম।

স্বাগত বক্তব্য প্রদান করবেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কে এম নুহু হোসাইন, শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।

নিউজটি শেয়ার করুন :