আনোয়ার হোসেন টিটু, বরিশাল বিশেষ প্রতিনিধি:
অদ্য ১৩ ই জানুয়ারি সোমবার বাদ মাগরিব বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ভিআইপি মেহমানখানা মিলনায়তনে বোর্ডের অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অত্র সভায় সভাপতিত্ব করেন অর্থ কমিটির আহ্বায়ক মুফতী মাওলানা সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, নির্বাহী পরিচালক জামেয়া রশিদিয়া আহছানাবাদ চরমোনাই ও চেয়ারম্যান ৫ নং ইউনিয়ন পরিষদ।
এ সময় অর্থ কমিটির অন্যান্য সদস্য বোর্ডের যুগ্ম মহাসচিব জনাব মাওলানা মুজিবুর রহমান, সচিব মাওলানা মুহাম্মাদ শামসুদদোহা তালুকদার, সহকারী শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মাওলানা আব্দুর রাজ্জাক জিহাদী ও জামেয়ার সম্মানিত উস্তায মুফতী মিজানুর রহমান সাহেব অত্র বিশেষ সভায় অংশ গ্রহণ করেন।
অত্র বিশেষ সভায় আগামী ফাল্গুনের মাহফিলকে সামনে রেখে বোর্ডের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া বোর্ডের আয় বৃদ্ধি সংক্রান্ত বেশ কিছু প্রস্তাব অনুমোদিত হয়।