শিরোনাম

“ধর্ষণ” কি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে?

 

ধর্ষণের লাগাম এখনই টেনে ধরতে হবে, সবার সচেতনতা প্রয়োজন সর্বোপরি কঠোর শাস্তির বিকল্প নেই।

মহিলা কিংবা নারী এরা সবসময় আমাদের কাছে সন্মানীত, কারণ এরা আমাদের মা-বোনের জাতি। তাদের অধিকার নিয়ে আমরা সর্বত্র আলোচনা-সমালোচনা সবাই করি। এরপর ও কি আমরা আমাদের মা-বোনদের অধিকার দিতে পেরেছি? উল্টো আমাদের মা-বোনদের সন্মানটুকু দিচ্ছি না, আমরা সবাই ধর্ষণ বন্ধের জন্য নানান কর্মসূচি পালন করি। কখনও মানববন্ধন, কখনও সচেতনতামূলুক ইভেন্ট, কখনও সভা, কখনও সেমিনার ইত্যাদি।

কিন্তু বড়ই দুঃখের সহিত লক্ষ্য করছি ধর্ষণ দিন দিন বেড়েই চলছে! কিন্তু কেন এমন হচ্ছে? মুহূর্তে একটি মেয়ের সুন্দর জীবনটা কেন ধ্বংস হচ্ছে? কেন একটা মেয়ের জীবনে নেমে আসবে অপরিসীম মারাত্মক দুর্যোগ। এতেই অনেক নারী-মহিলা আত্মহত্যার শরাণাপন্ন হয়। কেউ আবার ধর্ষকের হাতেই খুন হন। ধর্ষিতা এবং তার পরিবারে নেমে আসে অভিশাপের কালো হাত।

সমাজের কিছু মানুষ বলাবলি করবে, মেয়ে পর্দা করে না, মেয়ের চলা ভালো না। মেয়ে উগ্র স্বভাবের, মেয়ে যার তার সংঙ্গে কথা বলে ইত্যাদি। যা শুনে একজন মানবিক সভ্য মানুষ কিছুতেই বসে থাকার কথা না অথচ আমরা দিব্যি বসে আছি! কিছু দিন এটা নিয়ে আলোচনা চলে।তারপর কিছুদিন পর আবার আগের মতই হয়ে যায়। থানাতেও আগের মতোই আস্তে আস্তে ফাইলটা নিচে পড়ে যায়। এই পয্যন্তই শেষ। বেকসুর খালাস। বিচার হয় না। এভাবেই ধর্ষণ দেশের মাটিতে শেকড় গেড়ে বসেছে! ধর্ষক পেয়ে যায় প্রশ্রয়।

দেশ হয়ে যায় ধর্ষণের অভয়ারণ্য! কিন্তু এইভাবে আর কতদিন? আর কত মা-বোনরা এভাবে বলি হবে? আর কত নরপশু ধর্ষণ করার পরও সমাজে দেশে বুক ফুলিয়ে হেটে বেড়াবে? কোনো উত্তর আপনাদের কাছে? জানি থাকবে না। উত্তর দিতে পারলে তনু হত্যার পরেও দিতে পারতেন। দুঃজনকভাবে বলতে হচ্চে এখনও সেই ধর্ষণের বিচার হয়নি। চলছে তো সব আগের মতোই! থেমে আছে শুধুই সেই মা-বোনদের ধর্ষিতার জীবন! এখন’ই এই ধর্ষণের লাগাম টেনে ধরতে হবে এর বিকল্প নেই।

এর সাথে সাথে আমাদের সকলকে ধর্ষণের বিষয়ে সচেতন হতে হবে। সচেতন ও আপামর জনগণ সরকারের কাছে দাবি করছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আর মা-বোনদের যথাযথ নিরাপর্ত্তা ও অাধিকার আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। (চলবে…)

লেখক-
এম,আনোয়ারুল ইসলাম চৌধুরী।
সাব এডিটর (স্বাস্থ্য) দৈনিক একুশের বাণী।
উপদেষ্টা: সোনালী মিডিয়া এন্ড পাবলিকেশন্স।
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: দৈনিক ওলামা কন্ঠ।
সদস্য: বনপা, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশান।
সদস্য: চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব, চট্টগ্রাম।
আজীবন সদস্য: জাতীয় অনলাইন প্রেস ক্লাব, ঢাকা।
আজীবন সদস্য: রোগী কল্যাণ সমিতি, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল।
আজীবন সদস্য: রোগের কল্যাণ সমিতি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।

নিউজটি শেয়ার করুন :