আ.স.ম. আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ
কুতুবুল আলম হযরত মাওলানা শাহ সূফী নেছার উদ্দিন আহমদ (রঃ) ও মুজাদ্দিদে যামান হযরত মাওলানা শাহ সূফী আবু জাফর মুহাম্মদ ছালেহ (রঃ) এর ওফাত দিবস উপলক্ষে আজ থেকে তিন দিন ব্যাপী অর্থাৎ ১৫, ১৬, ১৭ বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার মুন্সীগঞ্জ জেলাধীন শ্রীনগরের খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে ঈছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আলহামদুলিল্লাহ।
মাহফিলে গুরুত্বপূর্ণ নসীহত, তালিম ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন অত্র কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা, পৃষ্ঠপোষক, মুজাদ্দিদে যমান, কুতুবুল আলম, আমিরে হিজবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মদ মোহেবুল্লাহ (মাঃ জিঃ আঃ) পীর সাহেব ছারছীনা দরবার শরীফ।
আরো ওয়াজ নসীহত পেশ করবেন ছারছীনা দরবার শরীফের বিশিষ্ট ওলামায়ে কেরাম। আয়োজনে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, মুন্সীগঞ্জ জেলা। তৌহিদী জনতাকে আমন্ত্রণ জানিয়ে লেগুনা গাড়িতে মাইক বাজিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে মাহফিল কমিটি।