আ.স.ম. আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ
দুর্নীতিতে ছেয়ে গেছে গোটা বাংলাদেশ। অফিস আদালত থেকে শুরু করে প্রশাসনের সর্বত্র অবিরাম দূর্নীতি চলছেই। জাতীয় দৈনিক পত্রিকায় অহরহ প্রকাশিত দূর্নীতির সংবাদ বিশ্বের মাঝে বাংলাদেশের সুনাম চরম ভাবে ক্ষুণ্ণ হচ্ছে।
স্বাধীনচেতার স্থপতি বঙ্গবন্ধুর প্রাণ প্রিয় কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেও অসৎ দূর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের কারণে উন্নয়নের ধারা বারবার বাধা প্রাপ্ত হচ্ছে।
অফিস-আদালতে ফাইল আটকিয়ে ও পুলিশ প্রশাসনে আইনের ফাঁকে মামলার ধারা সহজ করে জামিন বা মামলা থেকে শতভাগ গ্যারান্টির মাধ্যমে অব্যাহতি দিতে দূর্নীতিবাজ পরিপক্ব পুলিশের জুড়ি নেই বলে সচেতন মহল মনে করেন।
তাছাড়া ড্রাইভিং লাইসেন্স ও ট্রাকে অতিরিক্ত মাল বোঝাইর নামে নীরব চাঁদাবাজীতে অসহায় নিরীহ মানুষ জিম্মি হয়ে পড়েছে। এহেন দূর্নীতির কবল থেকে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে মুক্ত করতে হলে কর্মকর্তাদের কর্মস্থলে সিসি ক্যামেরা ফিটিং করা জরুরী বলে সচেতন মহল মনে করেন।
তাদের মতে, বাংলাদেশকে দূর্নীতি মুক্ত করতে হলে সিসি ক্যামেরার কোন বিকল্প নেই। এ ব্যাপারে সচেতন মহল মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।