শিরোনাম

মেজর জেনারেল জয়নুল আবেদীন একজন দেশপ্রেমিক সেনাকর্মকর্তা ছিলেন : সেতুমন্ত্রী

 

এম,এ,তাহের, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর সামরিক সচিব প্রয়াত মেজর জেনারেল মিয়া মোঃ জয়নুল আবেদীনের নাগরিক শোকসভা লোহাগাড়া উপজেলা চুনতি মেহেরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

আজ ২২ জানুয়ারি দুপুর আনুমানিক ১ঘটিকার সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সভাস্থলে পৌঁছান। প্রথমে প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন পিএসসি’র কবর জিয়ারত করেন, জিয়ারত শেষে প্রধান অতিথি হিসেবে নাগরিক শোক সভায় যোগদান করেন সেতুমন্ত্রী।

প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোঃ জয়নুল আবেদীন পিএসসি’র বড় ভাই আলহাজ্ব ইসমাইল মানিকের সভাপতিত্বে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম-১৫, সাতকানিয়া-লোহাগাড়া সাংসদ ডঃ আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে নাগরিক শোকসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি মরহুমের কর্মজীবন নিয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, সামরিক সচিব জয়নুল আবেদীন পেশাদার সাহসী বীর সৈনিক ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর অত্যান্ত আস্থাশীল ব্যক্তি ছিলেন।

মন্ত্রী আরো বলেন, প্রয়াত সামরিক সচিবের অসমাপ্ত কাজগুলো (প্রকল্প) আগামীতে যথাযথ বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও তথ্যমন্ত্রী ডঃ হাছান মাহমুদ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডঃ সেলিম মাহমুদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল ইসলাম ও কর্নেল (অবঃ) প্রাপ্ত মোঃ ফোরকান, চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি মেয়র আ,জ,ম,নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি ও ওয়াসিকা এমপি।

এ-সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিফ আহমেদ এর সঞ্চালনায়।

আরো উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সদস্যবৃন্দ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও বিভিন্ন দ্বায়িত্বশীল সরকারি-বেসরকারী কর্মকর্তা সহ আগত জনসাধারণ।

নিউজটি শেয়ার করুন :