নিজস্ব প্রতিবেদক :
অদ্য বৃহস্পতিবার (২৩ জানুয়ারি’২০) দুপুর ২:৩০ মিনিটে উজিরপুর উপজেলার মহিলা কলেজ অডিটোরিয়ামে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উজিরপুর উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জননেতা হযরত মাওলানা ইদ্রিস আলী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মাদ আশরাফুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোহাম্মাদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হযরত মাওলানা আব্দুল হক।
এ সময় প্রধান বক্তা তার আলোচনা শেষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উজিরপুর উপজেলা শাখার ২০১৯ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
প্রধান অতিথি তার আলোচনা শেষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উজিরপুর উপজেলা শাখার কার্যক্রম সম্প্রসারনের স্বার্থে দুইটি ভাগে বিভক্ত করে উজিরপুর উপজেলার পূর্ব শাখায় ডি এম আল-আমিনকে সভাপতি, মুহাম্মাদ আবুল বাশারকে সহ-সভাপতি ও মুহাম্মাদ মাসুদুর রহমানকে সাধারণ সম্পাদক এবং উজিরপুর উপজেলা পশ্চিম শাখায় মুহাম্মাদ নজরুল ইসলামকে সভাপতি, মুহাম্মাদ তাওহীদুল ইসলামকে সহ-সভাপতি ও মুহাম্মাদ আবুল হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।
পরবর্তীতে প্রোগ্রামের প্রধান বক্তা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম নবনির্বাচিত নেতৃবৃন্দদেরকে শপথ বাক্য পাঠ করান।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম ও বাংলাদেশ মুজাহিদ কমিটির উজিরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উজিরপুর উপজেলার সর্বস্তরের দায়িত্বশীলবৃন্দ।