শিরোনাম

সাহিত্য সংগঠন “হিফুসাকা”র শীতবস্ত্র বিতরণ ২০২০ সফল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

হিফুসাকা একটি সাহিত্য ও মানবসেবামূলক সংগঠন, সুস্থ্য সংস্কৃতির দুরন্ত বাহক হিসেবে সাহিত্যকে সুস্থ্য সাহিত্য বাস্তবায়নের লক্ষে নবীন প্রবীণ হাজারো লেখক লেখিকাকে নিরলসভাবে অনলাইন সেবা দিয়ে যাচ্ছে হিলফুল ফুযুল সাহিত্য কানন হিফুসাকা সংগঠনটি।

শুধু সাহিত্যে নয় মানবতার কাজেও এগিয়ে যাচ্ছে সংগঠনটি অদ্যে ২৬শে জানুয়ারি ২০২০ সর্দারবাড়ী,মনতলা,ফুলগাজী,ফেনী থেকে প্রথমবারের মত হিফুসাকা শীতবস্ত্র বিতরণ২০২০ ব্যানারে শীতবস্ত্র বিতরণ করেন,
হিফুসাকার কার্যকরী পরিষদের অন্যতম সদস্য প্রচার সম্পাদক হিফুসাকার ফেনী জেলার তত্ত্বাবধায়ক ডাঃ রবিউল হক রবি, ফুলগাজী মনতলা এলাকার হতদরিদ্র অসহায় মানুষগুলোর হাতে একটি করে কম্বল তুলে দেন তিনি।
উপস্থিত ছিলেন এলাকার মান্যগণ্য মুরব্বী ব্যক্তিবর্গ, এলাকায় এমন মানবতাবাদী কল্যাণময় কাজে এলাকাবাসী হিফুসাকা সংগঠনের প্রসংশা করেন।

মানবিক ওসাহিত্যসেবার বিষয়ে সংগঠনের বিষয় জানতে চাইলে, হিলফুল ফুযুল সাহিত্য কানন হিফুসাকার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিশুসাহিত্যিক কবি আমির বিন সুলতান দৈনিক ওলামাকণ্ঠ কে বলেন, হিফুসাকা শুধু একটি সাহিত্যসেবায় সীমাবদ্ধ নয় আমরা সাহিত্যের পাশাপাশি আমাদের আশেপাশের মানুষগুলোর দরিদ্র মুছন করতে চাই, এটা একটি সাহিত্য ও সেবামূলক সংগঠন, জনমানুষের উৎসাহ পেলে আমরা এই মানবতার কাজ আজীব ধরে রাখবো ইনশাআল্লাহ, আমাদের সংগঠনের সেবার দুটা স্থর আছে একটা সাহিত্যচর্চা সেবা ও অসহায় মানুষের প্রতি মানবতাবাদী কাজ করা, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ভারত ওপার এপার বাংলায় বাংলাভাষী প্রতিটা প্রান্তরে আমাদের সাহিত্য ও মানবসেবা পৌঁছাতে চাই, আলহামদুলিল্লাহ আপনারা জানেন ইতোমধ্যে বিভিন্ন সংগঠন থেকে হিফুসাকা সাহিত্যচর্চায় নিরলস সেবায় প্রশংসিত ও দুই দু’বার সম্মাননাপ্রাপ্ত হয়েছেন। এই অবদান হিফুসাকার প্রতিটা কর্মীর মেহনতের ফল, যারা এমন কাজে আমাদের কে সহযোগিতা করে আসছেন তাদের আন্তরিকতা থাকলে আমরা দেশে সুশিক্ষা ও মানবতার তরে হিফুসাকা আগামীতে আরো ভূমিকা রাখবো এই বলে ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন :