শিরোনাম

নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় দুর্নীতি দমন কমিশন বিতর্ক প্রতিযোগিতা ২০২০ সম্পন্ন

 

বিশেষ প্রতিনিধি,আমির বিন সুলতান:

দুর্নীতিদমন কমিশন কর্তৃক আয়োজিত থানা মাধ্যমিক শিক্ষা অফিস চট্টগ্রাম চাঁদগাও এর তত্ত্বাবধানে ২৯শে জানুয়ারি ২০২০ রোজ বুধবার, নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার কম্পাসে দুর্নীতিদমন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হয়।

বিতর্ক প্রতিযোগিতার বিষয়াদি: মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ ক্বারী আল্লামা মুহাম্মদ মহিউল হক ।

বিতর্ক প্রতিযোগিতায় স্পীকার এর দায়িত্ব পালন করেন উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল মোমেন আনোয়ারী, বিচারক হিসেবে ছিলেন সিনিয়র শিক্ষক জনাব সরওয়ার আহছান, জনাবা তাছলিমা আক্তার প্রভাষক ইংরেজি, জনাব মোঃ রাসেল ইকবাল প্রভাষক বাংলা, জনাব ইয়াছমিন আক্তার। মডারেটর এর দায়িত্ব পালন করেন জনাব মাওলানা এনামুল হক আল কাদেরী। প্রতিযোগিতায় বিজয়ী হয়- বিপক্ষ দল এবং শ্রেষ্ঠ বক্তার পুরস্কার লাভ করে নবম শ্রেণির ছাত্র- হাফেজ মুহাম্মদ জাহিদুল ইসলাম আলকাদেরী। জনগুরুত্বপূর্ণ এই মহতী উদ্যোগে প্রতিযোগিতার আয়োজনে অত্র মাদরাসাকে সুযোগ দেয়ার জন্য চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার মহোদয়, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় এবং দুর্নীতি দমন কমিশন এর সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ক্বারি হাফেজ আল্লামা মহিউল হক।

নিউজটি শেয়ার করুন :