আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে ইসলাম নিয়ে কটুক্তিকারীদের সংখ্যা। ইসলাম সম্পর্কে অজ্ঞ বয়াতীরা শরীয়ত-মারেফত তথা পালা গানের নামে লোকজনদের আকৃষ্ট করতে ইসলাম তথা আল্লাহ ও রাসূল (সাঃ)কে নিয়ে ব্যঙ্গ করে সারা বাংলাদেশে গান পরিবেশন করছে। এতে ধর্মপ্রাণ সহজ সরল মুসলমানগণ বিভ্রান্ত হচ্ছে।
স্বার্থের কারণে বয়াতীরাই ইসলাম ধর্মের বারোটা বাজাচ্ছে। ইতিপূর্বে সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রাণ প্রিয় কন্যা বেহেশতের সর্দারনী মা ফাতেমা (রাঃ) তার আদরের ছোট বোন কুলসুম (রাঃ) কে দাওয়াত না দেওয়ার কল্প কাহিনী বানিয়ে গান পরিবেশন করে মুসলমানদের ঈমান হারা করার প্রতিযোগিতায় মাঠে নেমেছে।
টিকে থাকার প্রতিযোগিতায় ওরা ধর্মের সর্বনাশ করছে। ভন্ড বেদাতী এসব বয়াতীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ না করায় ওদের ধৃষ্টতা ফেরাউনকে হার মানিয়েছে।
নব্য ভন্ড মহিলা বয়াতী রিতা দেওয়ান গানে গানে মহান আল্লাহকে শয়তান বজ্জাত মুনাফিক বলার দূঃসাহস দেখিয়েছে। সচেতন মহলের আন্দোলনের ভয়ে কান্নার ভান করে মুসলমানদের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। অন্যান্য বয়াতীরাও ধারাবাহিক ভাবে ধর্ম বিকৃতির প্রতিযোগিতায় ওঠে পড়ে লেগেছে।
ফেসবুকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ধারাবাহিক ভাবে লেখালেখি হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ওরা থাকছে ধরা ছোঁয়ার বাইরে।
ইসলামী চিন্তাবিদদের মতে, ৯৭ ভাগ মুসলমানদের দেশে নাস্তিক-মুরতাদ ও ভন্ড বেদাতী বয়াতীদের ইসলাম নিয়ে ছিনিমিনি খেলার ধৃষ্টতা চরম সীমায় পৌঁছেছে। কওমীর মা জননী স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর আদরিনী কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে ইসলাম ধ্বংসকারী বয়াতীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এটাই ১৬ কোটি জনতার প্রাণের দাবী।