আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি:
উদীয়মান এক তরুণ তুখোড় বক্তা ও সঙ্গীত শিল্পীর নাম হযরত মাওলানা হাবিবুল্লাহ ফরাজী। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলাধীন ঐতিহ্যবাহী সোনা রং মহিলা মাদ্রাসার তিনি একজন সুযোগ্য মুহাদ্দিস। কিছু দিন পূর্বে লৌহজংয়ের মাদবর বাড়ী ব্রীজ সংলগ্ন ইসলামীয়া নূরানী হাফিজীয়া মাদ্রাসা আয়োজিত এক বিশাল ওয়াজ ও দোয়ায় মাহফিলে কুরআন-হাদীসের আলোকে বয়ান পেশ করে ধর্মপ্রধান মুসলমানদের করেছিলেন বিমোহিত-মুগ্ধ।
পাগলপারা আল্লাহ ও রাসুল প্রেমিকগণ অধীর আগ্রহে প্রতিক্ষার প্রহর গুনছিলেন তার মনোমুগ্ধকর কন্ঠে পবিত্র কুরআন-হাদীসের বয়ান শুনার জন্য।
অবশেষে বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার সিরাজুল উলুম আশরাফিয়া মাদ্রাসার উদ্যোগে অত্র উপজেলাস্থ সরকারী লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে হযরত মাওলানা হাবিবুল্লাহ ফরাজী প্রধান অতিথি হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন।
তাকে এক নজর দেখার ও তার সুমধুর কন্ঠে পবিত্র কুরআন-হাদীসের বয়ান শুনার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা প্রচণ্ড ভীড় জমে।
সাত ঘড়িয়া রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ফরিদাবাদ মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা মুফতী আব্দুল কুদ্দুস সাহেবের ওয়াজ মাহফিল সহ মোট পাঁচ স্থানে ওয়াজ মাহফিল ছিল।
তারপরেও উক্ত ওয়াজ মাহফিলে লোকজনের ঢল নামায় বিস্মিত হয়েছে লৌহজংবাসী। বয়ানের শুরু, মাঝে ও শেষে অবিকল মরহুম আইনুদ্দীন আল আজাদের ন্যায় নিজের লিখিত সঙ্গীত পরিবেশন করে সবাইকে হতবাক করে দেন এই তরুণ বক্তা।