আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশের কিছু মুসলমান নামধারী অন্ধ ভক্তদের প্রাণ প্রিয় আশেক বির্তকিত বক্তা মিজানুর রহমান আযহারী। ইউটিউব ও ফেসবুক এখন তার অন্ধ ভক্তদের দখলে। সহজ সরল মুসলমানদের সচেতন করার লক্ষ্যে ফেসবুক এবং ইউটিউবে কিছু লিখলেই অকস্মাৎ ক্ষেপে অশ্লীল ভাষায় গালি গালাজ করছে ওঠছে তারা। চায়ের দোকানে হোটেল রেস্তোরাঁয় তার অন্ধ ভক্তদের সম্মূখে কোন আলেম দেখলেই টিপ্পনী কেটে খারাপ আচরণ করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠায় মার্চ মাস পর্যন্ত মিজানুর রহমান আযহারী বয়ান বন্ধ করে মালয়েশিয়া পাড়ি দিয়েছেন।
প্রথমত তাকে স্বাধীনচেতা বিরোধী জামায়াত – শিবির একনিষ্ঠ দায়িত্বেশীল মনে হলেও পরবর্তীকালে জানা যায় তিনি ডঃ জাকির নায়েকের শিষ্য। তাই এই দূঃসময়ে পাশে এসে দাড়িয়েছে ডাঃ জাকির নায়েকের অনুসারীরা।
সম্মিলিত ভাবে তারা সমালোচনার ঝড় বন্ধ করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। কেউ কেউ মন্তব্য করছেন মিজানুর রহমান আযহারী মূলতঃ ডাঃ জাকির নায়েক পক্ষের লোক। মাশয়েশিয়ায় ডাঃ জাকির নায়েকের সাথে সাক্ষাৎ করাই সফরের প্রধান কারণ।
দৈনিক ওলামা কন্ঠের সম্মানিত সম্পাদক মহোদয় মিজানুর রহমান আযহারীকে ডঃ নায়েক থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ শীর্ষক নামক কলাম লেখায় তার অন্ধ ভক্তরা ইতিমধ্যে ক্ষিপ্ত হয়ে অশ্লীল মন্তব্য করেছে। এতে সাংবাদিক মহল ব্যথিত হয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করে প্রতিবাদ জানিয়েছেন। তার একি অঙ্গে এত রুপ গোটা মুসলমান জাতিকে বিস্মিত করেছে।
জনমনে প্রশ্ন জেগেছে এতো দেশ থাকতে তিনি মালয়েশিয়া গেলেন কেন? তবে কি তিনি ডাঃ জাকির নায়েকের আস্তানায় সাক্ষাৎ করে পরামর্শের জন্যই গেলেন?