শেখ নাসির উদ্দিন, খুলনাঃ খুলনায় নকল স্বর্ণের বারসহ প্রতারক চক্রের ২ সদস্য আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুর ২ টায় সোনাডাঙ্গা থানাধীন ৩নং আবাসিকের প্রধান গেটের সামানে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন হোগলাডাঙ্গা এলাকার মোনতাজ গাজীর ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩৫) ও বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটা এলাকার জাহিদুল ইসলাম (৩৪)।
মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, তারা নকল স্বর্ণ বিক্রি করতে একট অভিনব কৌশন অবলম্বন করে। প্রথমে এদের একজন ইজিবাইকে করে যাত্রী বহন করে নিয়ে আসে। অন্য দুইজন নকল স্বর্ণের বার টাকা দিয়ে মুড়িয়ে রাস্তায় অপেক্ষা করতে থাকে। এরপর ইজিবাইকটি কাছাকাছি আসলে তারা নকল স্বর্নের বারটি রাস্তায় ফেলে দেয়। তারপর ইজিবাইক থামার পর যাত্রীদের মাধ্যে যে কোন কাউকে লোভ দেখিয়ে আসল স্বর্ন বলে ১৫/২০ হাজার টাকায় বিক্রি করে সরে পড়ে। এই নকল স্বর্ণের বারটি তারা পিতলের চামচ কেটে ঘষে সমান করে তৈরি করে। তারা ০৪ জন এই গ্রুপে কাজ করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, ‘আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় নকল স্বর্ণের মাধ্যমে সাধারণ জনগনের সাথে প্রতারণা করে আসছে। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।’