শিরোনাম

জৈন্তাপুরে ১০টাকার মিসওয়াকের মূল্য ৫০০০ টাকা

 

সিলেট জেলা প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলার বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলূম দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার( ১২ ফেব্রুয়ারি)। উক্ত মাহফিলে অতিথিদের মধ্যে একজন অতিথি ছিলেন মাওলানা রশিদুর রহমান ফারুকী সাহেব,শায়খে বরুণী।

তিনি তার বয়ান শেষে মাদরাসার জন্য চাদা কালেকশন করেন। এতে মুসলমানেরা টাকা, ডাল,চাল,আলু,পিয়াজ,সহ বিভিন্ন জিনিস দান করেন।তখন মুজাহিদে আযম, খতিবে বাঙ্গাল,শায়খুল ইসলাম হযরত শায়খ আব্দুল্লাহ হরিপুরী (রাহঃ) এর জামাতা মাওলানা বদরুল ইসলাম মাওলানা রশিদুর রহমান ফারুকী সাহেব কে একটি মিসওয়াক হাদিয়া দেন।তখন রশিদুর রহমান ফারুকী সাহেব মিসওয়াকটি মাদ্রাসায় দান করে বিক্রির জন্য নিলামে তুলেন।

প্রথমে একজন ১০০০হাজার টাকা বলেন।অতপর আরেক জন ২০০০ টাকা বলেন। শেষে হযরত মাওলানা ফরিদ উদ্দিন রাজাগঞ্জি ৫০০০টাকায় মিসওয়াক ক্রয় করেন। শেষ পর্যন্ত আল্লাহর ওলী রশিদুর রহমান ফারুকী সাহেবের হাতে স্পর্শ মিসওয়াকের মূল্য দাঁড়ায় ৫০০০টাকা।ক্রেতা মাওলানা ফরিদ উদ্দিন রাজাগঞ্জি বলেন, ৫০০০ হাজার কেন? আল্লাহর ওলীর হাতে স্পর্শ করা মিসওয়াক ১০০০০টাকা দিয়ে কিনতে প্রস্তুত ছিলাম। শুধু মিসওয়াক নয়,এর আগে একটি আপেল ও বিক্রি হয়েছিল ৫০০০ টাকা।এবং এক লিটার পানি বিক্রি হয়েছিল ১০০০০টাকা।এগুলো শুধু আল্লাহর ওলীদের বরকতের জন্য ক্রেতাগণ কিনেন।

নিউজটি শেয়ার করুন :