শিরোনাম

অপরাধীরা চরমোনাই মাহফিলে এসে তওবা পড়ে ঘরে দ্বীন নিয়ে ফিরছে 

 

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ

নফস দমন ও মুর্দা কলব জিন্দা করার যুগোপযোগী কাংঙ্খিত এক পবিত্র স্থান চরমোনাইর বাৎসরিক মাহফিল। সমগ্র মুসলমান জাতির মিলনের এক অপূর্ব  মিলন তীর্থ।

চাঁদাবাজ, চোর, ডাকাত ও খুনি সহ অসংখ্য অপরাধীরা এই তিন দিনের বয়ান শুনে খাস তওবা পড়ে দ্বীন নিয়ে ঘরে ফিরছে। পথ ভোলা মানুষকে এই দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে ইতিমধ্যে গোটা বাংলাদেশে বাংলাদেশ মুজাহিদ কমিটির দায়িত্বশীলরা দ্বারে দ্বারে গিয়ে সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাপ্তাহিক হালকায়ে জিকির ও মাসিক ইস্তেমায়ও চলছে চরমোনাই মাহফিলে যাওয়ার প্রচার প্রচারণা।

প্রতি বছর দূর দূরান্ত থেকে উক্ত মাহফিলে অসংখ্য লোকজনের সমাগম ঘটে। আগামী ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি  বুধবার, বৃহস্পতিবার  ও শুক্রবার ঐতিহ্যবাহী আলোড়ন সৃষ্টিকারী চরমোনাইর ময়দানে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।

বাংলাদেশের ৬৮ হাজার গ্রাম থেকে পথ হারা মানুষ সঠিক দ্বীনের পথ খুঁজে পেতে পাগল পারা হয়ে ছুটে আসবে মহান আল্লাহর রহমত প্রাপ্ত এই ঐতিহাসিক চরমোনাইর ময়দানে।

অসংখ্য মানুষ চরমোনাইর প্রতিটি বাৎসরিক মাহফিলে এসে দাড়ি রেখে সূন্নতী পোষাক পরিধান করে শতভাগ খাঁট দ্বীন নিয়ে বাড়ি ফিরছে। যুগের শ্রেষ্ঠ রাহাবার চরমোনাইর পীর সাহেব হুজুর সবাইকে উক্ত মাহফিলে আসার দাওয়াত দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন :