শিরোনাম

পাঁচ ঔষধ মেনে চললে শয়তান কাছে আসতে পারেনা : সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

 

আ স ম আবু তালেব, ঢাকা  বিশেষ প্রতিনিধিঃ

ফেৎনা-ফ্যাসাদের এই জমানায় ঈমান রক্ষা করা কঠিন। পাপের মহা সমুদ্রের মাঝে মানুষ হাবু ডুবু খাচ্ছে। পরিত্রাণের উপায় হচ্ছে খাস তওবা পড়ে পবিত্র আল কুরআন ও হাদীসের রশি মজবুত করে ধরা। আপনারা যদি পাঁচ ঔষধ ঠিক মতো মেনে চলতে পারেন তবে মরদুত শয়তান কাছে আসতে পারবেনা। হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার লৌহজংয়ের কুমার ভোগস্থ সিদ্দিকীয়া মাদ্রাসা প্রাঙ্গনে প্রধান অতিথির বয়ানে এ কথা বলেন।

তিনি আরো বলেন, সিদ্দিকীয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ফেরেশ্তাদের মতোই দেখা যায়। পুরোপুরি সূন্নতের উপর আমলে পা বন্দি থাকায় চরমোনাই পীর সাহেব হুজুর উক্ত মাদ্রাসার শিক্ষার্থীদের তারিফ করেন। দান করলে মহান আল্লাহু তায়ালা ধন সম্পদ বাড়িয়ে দেন। তাই সকলকেই তিনি মাদ্রাসায় বেশী বেশী দান করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে মুল্যবান বয়ান পেশ করেন  আলোড়ন সৃষ্টিকারী অনলবর্ষী তুখোড় বক্তা ঐতিহ্যবাহী রাজধানী ঢাকার কামরাঙ্গী চরের মাদ্রাসায়ে নূরে মদীনার প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরত মাওলানা মুফতী মুহাম্মদ আব্দুর রহমান বেতাগী, জর্জকোর্ট জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ্ব হযরত মাওলানা আনোয়ার হোসেন জিহাদী ও অন্যান্য আলেম ওলামা বয়ান পেশ করেন।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমার ভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব লুৎফর রহমান তালুকদার। সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি জনাব আলহাজ্ব আবুল হোসেন মজনু।

নিউজটি শেয়ার করুন :