ওসমান গণি, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্কুলের সামনে ট্রাকচাপায় ফাহিমা আক্তার (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের বাসাবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিমা উপজেলার সোনাপুর ইউনিয়নের খলিল মিঝিবাড়ির জসিমউদ্দিনের মেয়ে ও স্থানীয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
পুলিশ জানান, ঢাকা মেট্টো-ট্র-১৬-৬২৯৫ দ্রুতগামী ট্রাকটি রায়পুর থেকে লক্ষ্মীপুর যাওয়ার পথে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক পারাপারের সময় ফাহিমাকে চাপা দেয়।স্থানীয় লোকজন ফাহিমাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।
রায়পুর থানার ওসি তোতা মিয়া বলেন, খবর পেয়ে ট্রাকটি আটক করে থানা নিয়ে আসা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।