শিরোনাম

ওগাঁর পত্নীতলায় ভ্রাম্যমাণ আদালতে ১লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ: নওগাঁর পত্নীতলায় ঔষধ শিল্পের দু’টি কারখানা ও বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

পত্নীতলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার জানান, সোমবার দিনব্যাপী উপজেলা সদর নজিপুর পৌর এলাকায় পুলিশ ও র্যাব বাহিনীর সদস্যদের সহযোগিতায় এবং ড্রাগ সুপার এর উপস্থিতিতে বিভিন্ন ঔষধ এর দোকান, ইউনানী আয়ুর্বেদিক ঔষধ তৈরীর কারখানায় এবং বায়ো ফুড তৈরীর কারখানায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা কালে বিপুল পরিমাণ misbrunded, মেয়াদ উত্তীর্ন , ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ এবং অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। পরে উল্লেখিত জব্দকৃত মালামাল বিধিমোতাবেক নিষ্পত্তিও করা হয়। এ সময় মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় l

ইউএনও আরো জানান, জনস্বার্থে উপজেলায় এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন :