ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের শাশইল হোছাইনিয়া দারুল উলুম মাদ্রাসার আয়োজনে ৩২ তম দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার ও বুধবার বাদ আসর হইতে গভীর রাত্রি পর্যন্ত চলে মাহফিল কার্যক্রম।
উক্ত মাহফিলে আল আকসা ইসলামী ইন্সটিটিউট, নওগাঁর পরিচালক আলহাজ মাও মোঃ আবুল হাসেম সাহেবের সভাপতিত্বে দ্বিতীয় দিবসে প্রধান বক্তা বক্তব্য রাখেন, হাফেজ মাও. মুফতি মোঃ আমির হামজা সাহেব, কুষ্টিয়া। দ্বিতীয় বক্তার বক্তব্য রাখেন, মাও. মোঃ আবুল কালাম আজাদ, পাবনা। তৃতীয় বক্তার বক্তব্য রাখেন, হাফেজ মাও. মোঃ মুস্তাফিজুর রহমান, নওগাঁ।
উক্ত মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নজিপুর হজ্জ্ব কাফেলা এর পরিচালক মাও. মোঃ মোয়াজ্জেম হোসেন ।
মাহফিলে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,
মাটিন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গির আলম রুবেল ও সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ্ আল ফারুক, ডাঃ আব্দুল মজিদ, সাবেক ইউপি সদস্য হারুনুর রশিদ, মোঃ আব্দুল হামিদ (মাস্টার), মোঃ মোতাহার হোসেন মাস্টার, মোঃ আব্দুল গাফফার প্রমুখ।
এসময় মাহফিলে দেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলা-
উপজেলার আগত অর্ধলক্ষাধিক ইসলাম দরদি, ধর্মপ্রাণ নারী ও পুরুষ, সকল বয়সি নানা শ্রেণি-পেশার তাওহিদি জনতারা উক্ত মাহফিলে বক্তাদের কুরআন-হাদিসের আলোকে বয়ান শ্রবণ করার জন্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাহফিলে উক্ত মাদ্রাসার দুই জন ছাত্রকে ৩০পারা কুরআনের নতুন হাফেজ হওয়ায় পাগড়ি পরিধান করেন প্রধান বক্তা