ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ: প্রথম বারের মতো সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় জাতীয় বিমা দিবস উদযাপিত হয়েছে। ১লা মার্চ (রবিবার) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যান্ড সংগীতের তালে তালে এক আনন্দ শোভাযাত্রা উপজেলা মিলনায়তন কক্ষে এসে বিমা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিমা অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা র্যালীতে অংশ নেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার।
এসময় বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, উপজেলা প্রোকৌশলী সৈকত দাশ, নজিপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দিন আহমদ, পত্নীতলা থানা ওসি পরিমল কুমার চক্রবর্তী, নওগাঁ জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্নাহ ঝরণা, নজিপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, পত্নীতলা প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।
এসময় বিভিন্ন বিমা কোম্পানির প্রতিনিধিরা, কর্মিগণ ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।