আমিনা আক্তার পিংকি, বালাগঞ্জ প্রতিনিধি: ৫ ই মার্চ বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকাল ১০ টায় এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্ড মন্ডল, এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি।
পধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি।তিনি তার বক্তব্যে বলেন এক সময় মহিলাদেরকে পরিবারের বোঝা মনে করা হত কিন্তু বর্তমান সরকার মহিলাদের বিভিন্ন বিষয়ে অগ্রাধিকার দিয়েছে এবং দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নকে অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিতে মহিলাদেরকে আরো অগ্রণী ভূমিকা রাখতে হবে। উক্ত সভায় আরো অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আময় বধক ( আই জি এ)প্রকল্প কর্তৃক পরিচালিত সেলাই ও ব্লক বাটিক প্রশিক্ষণ (১৫,০৫,২০১৮) ইং তারিখ থেকে শুরু করে (৩০, ০৫,২০১৮) পর্যন্ত সেলাই ও ব্লক বাটিক প্রশিক্ষণ ভালো ভাবে সমাপ্তকারী মহিলাদের সরকারি সার্টিফিকেট প্রধান করেন মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্ড মন্ডল ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি।পরে তারা কারিগরি মহিলাদের সফলতা কামনা করেন।