এম. এ. তাহের,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ লোহাগাড়ায় অবৈধ ভাবে এক্সেভেটর দিয়ে পাহাড় ও কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগ: প্রশাসন নিরব! চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলার পূর্বপার্শে এক্সেভেটর দিয়ে কৃষি জমি ও পাহাড় কেটে ধ্বংস করে দিচ্ছে একটি অসাধু সিন্ডিকেট চক্র।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চরম্বা ইউনিয়নের বিবিবিলার পূর্বপার্শে কৃষি জমি ও পাহাড়,টিলা কাটছে এস্কেভেটর দিয়ে। বৈধ কোন ধরনের কাগজপত্র ছাড়া (অবৈধ) ডেম্পার গাড়ী করে বিভিন্ন জায়গায় মাটি বহন করে নিয়ে যাচ্ছে।
এবিষয়ে এলাকাবাসী কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, বিগত চার-পাঁচ বছর ধরে(শুকনো মৌসুম)এই সময় আসলে এই সিন্ডিকেট চক্র এই জায়গা গুলো থেকে সরকারি কোনো অনুমোদন ছাড়ায় মাটি কেটে ইটভাটা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করে আসতেছে।
পাহাড় খেকো শাহা আলম কোম্পানির সাথে মাটি কাটার বিষয়ে জানতে চাইলে,তিনি বলেন এবিষয়ে লোহাগাড়ার ইউ ন ও অবগত আছেন,ইউ ন ও আপনাকে লিখিত কোন কাগজ পত্র দিয়েছে কিনা জানতে চাইলে,শাহা আলম কোম্পানি বলেন,কোন কাগজ পত্রের প্রয়োজন লাগেনা।তারা আরো বলেন,আমার মাটির ব্যবসা করতে কোন ধরনের সরকারি অনুমতি লাগে না। আমরা বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে ম্যানেজ করে মাটির ব্যবসা করছি।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিফ আহমেদ কে মোটো ফোনে একাধিকবার ফোন করলেও ফোন ধরেননি।তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এইসব অসাধু চক্ররের বিরুদ্ধে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে অচিরেই কৃষি জমি ও পাহাড় বিলিন হয়ে যাবে। পরিবেশ রক্ষার খুটি পাহাড়, টিলা, বনাঞ্চল রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।