শিরোনাম

বালাগঞ্জে অবৈধভাবে বালু তুলায় দুটি গ্রাম ধ্বংসের পথে

 

আমিনা আক্তার পিংকি, বালাগঞ্জ প্রতিনিধি: 

বালাগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু তুলছে আশনুর রহমান বঙ্গ ট্রেজার লিমিটেড। ৭ই মার্চ কুশিয়ারা নদীর এক প্রান্থ থেকে অবৈধভাবে বালু তুলা আরম্ব করে উক্ত ট্রেজারি।অবৈধভাবে গভীর খননের কারণে নদীর তীরে অবস্থিত রাধাকোনা ও শাহজাহান পুর দুটি গ্রাম ধসে যাচ্ছে। স্হানীয় সূত্রে জানা যায়, ৭ই মার্চ আশনুর রহমান বঙ্গ ট্রেজার লিমিটেড বালু তুলতে গেলে স্হানীয় লোকজন তাদের বাধা দিলে তারা বলে এগুলো সরকারি বালু।সরকারি অনুমতি নিয়ে আমরা বালু তুলছি।কে অনুমতি দিয়েছে প্রশ্ন করলে আশনুর রহমান বঙ্গ ট্রেজার লিমিডেট এর ইন্জিনিয়ার উত্তর দিতে রাজি হননি।

সরেজমিন গিয়ে দেখা যায়, গভীরভাবে খননের কারণে মোছাঃ রানি বেগম স্বামী মৃত মোঃ আকল মিয়ার রেখে যাওয়া বসতবাড়ি ও ঘরের পাশের জমি ফেটে ধসে যাচ্ছে। এতে রানি বেগম হতাশ হয়ে বলেন, আমার স্বামীর রেখে যাওয়া বসতবাড়ি ও পাশের জমি ছাড়া আর কোন কিছু নেই।আমার বাড়ি ও জমিটুকু বিলীন হয়ে গেলে আমি আমার একমাত্র মেয়েকে নিয়ে রাস্তায় নামতে হবে।

শুধু রানি বেগমের বসতবাড়ি ও জমি নয়, রাধাকোনা গ্রাম থেকে শাহজাহান পুর গ্রাম পর্যন্ত একই অবস্হা।গ্রাম বাসিরা এই বিষয়টি ইউপি সদস্য আব্দুশ শহিদ দুলাল ও উপজেলা প্রশাসন কে জানিয়েছেন বলে দাবি করেন।

গ্রাম বাসিরা স্হানীয় প্রশাসন ও বাংলাদেশ সরকারের কাছে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু তুলা বন্ধ করার জন্য অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন :