শিরোনাম

চট্টগ্রাম সিটি হাতপাখার মেয়র প্রার্থী প্রতীক বরাদ্ধ পেয়ে প্রচারণা শুরু করেন

 

ওলামা কন্ঠ ডেস্ক: প্রতীক বরাদ্ধ পেয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতিকের পক্ষে আনুষ্ঠানিক ভাবে আজ (০৯ মার্চ) সোমবার দুপুর ২টায় নগরীর দেওয়ানহাটস্থ দলের মহানগর কার্যালয় থেকে প্রচারণা শুরু করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহ- সভাপতি আলহাজ্ব আবুল কাশেম মাতব্বর, সেক্রেটারি আল মুহাম্মদ ইকবাল, জয়েন্ট সেক্রেটারি ডা. রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক মাওলানা সানাউল্লাহ নূরী, দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল একেএম আব্দুজ জাহের আরেফী-

নগর ইশা ছাত্র আন্দোলন সাধারণ সম্পাদক এইচএম নাজিম উদ্দীন, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি মুহা. নোয়াব মিয়া, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি তাজুল ইসলাম শাহিন, জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহা. দিদারুল মাওলা , ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মুহাম্মদ ফুরকান সিকদার প্রমূখ।

সিটি মেয়র প্রার্থী- নেতাকর্মীদের নিয়ে নগরীর দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, বেপারীপাড়া, শান্তিবাগ, ছোটপোল, বড়পোল, নয়াবাজার, হালিশহর এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দুর্নীতি, দূষণ ও সন্ত্রাসমুক্ত ক্লিন-গ্রীণ সিটির প্রতিশ্রুতি ব্যক্ত করে হাতপাখার পক্ষে ভোট চান জান্নাতুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন :