এম.এস আরমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১২ মার্চ’২০) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
বৃহস্পতিবার দেশব্যাপী টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন হওয়ার পর সে অভিযানের সাথে একাত্বতা পোষণ করে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা একটি র্যালি বের করেন।
এসময় পরিচ্ছন্নতা অভিযান র্যালিতে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সল আহমেদ, সহকারী নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেলও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামিলীগ ও এর অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা।
নিউজটি শেয়ার করুন :