এম. কলিম উল্লাহ, কক্সবাজারঃ
বিশ্বের সবচেয়ে আতঙ্ক ‘করোনা ভাইরাস’ সংক্রান্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। তিনি বলেন, আলোচিত এই ভাইরাস থেকে বাঁচতে রাষ্ট্রীয় নির্দেশনা মেনে চলতে হবে। নিজেদের সচেতনতার পাশাপাশি অপরকেও সচেতন করতে হবে। কোন গুজব ছড়ানো যাবে না। এ ব্যাপারে পরিবহন সেক্টরকে আরো সচেতন ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
শনিবার (১৪ মার্চ) সকালে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে পরিবহন সেক্টরের প্রতিনিধির সাথে মতবিনিময় সভা জেলা প্রশাসক কথাগুলো বলছিলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সভায় ডিসি বলেছেন, পরিবহন সেক্টরের কর্মচারীদের সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়ে সচেতন করতে হবে। বাস টার্মিনালসহ সকল গুরুত্বপূর্ণ স্টপেজে করোনা থেকে বাঁচতে করণীয় বিষয়ে মাইকিং এর ব্যবস্থা ও বাসে ভ্রমণকারী যাত্রীদের হাত পরিষ্কারের ব্যবস্থা রাখা দরকার।
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে পরিবহন সংশ্লিষ্টদের ওই সভায় বাসটার্মিনাল, বাস ও কাউন্টারগুলোতে করোনা বিষয়ক সচেতনতার জন্য হটলাইনের নাম্বার সম্বলিত পোস্টার লাগানো, যথাসম্ভব ১ মিটার বা ৩ ফুট দূরে থেকে কথাবার্তা বলাসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাঃ শাজাহান আলি, সহকারী সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, জেলা জাসদের সভাপতি ও পরিবহন নেতা নইমুল হক চৌধরী টুটুল, আলীরাজ পরিবহনের চেয়ারম্যান সিরাজ আকবরসহ পরিবহন সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।