ওলামা কন্ঠ ডেস্ক: কুড়িগ্রামের নিজ বাড়ি থেকে ঢাকা ট্রিবিউন সাংবাদিক আরিফুল ইসলামকে তুলে নিয়ে একবছরের জেল দিয়েছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে আরিফুলকে জেলে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম কারাগারের জেলার মো. লুৎফর রহমান।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটি। জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটি কর্তৃক এক লিখিত বিবৃতিতে একথা জানানো হয়।
প্রতিবাদ করছেন যারা:
জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সহ সভাপতি মোঃ হাসান আলী রেজা দোজা, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আকলিমা আখতার শিউলী, সাংগঠনিক সম্পাদক বি. এম. সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, ধর্ম বিষয়ক সম্পাদক মাও: কে. এম. নুহু হোসাইন প্রমুখ।
বিবৃতিতে তারা বলেন- সাংবাদিককে মাদকের মামলায় ফাঁসানো কোন নতুন ঘটনা নয়। এর পূর্বেও সাংবাদিকদেও হেনস্তা করতে মাদকের মামলায় ফাঁসানোর মত ঘটনা ঘটেছে। ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট ও সাজানো উল্লেখ করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন- অচিরেই সাংবাদিক আরিফুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দেওয়া হউক। তা নাহলে জাতীয় সাংবাদিক ক্লাব আন্দোলনের কর্মসূচী ঘোষনা করবে।