এম. আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ঝালকাঠী: ঝালকাঠী জেলাধীন রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কারীমপুর মাদ্রাসা ময়দানে ৫দিন ব্যাপী ২৪তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে অাজ (১৫ মার্চ ২০ ইং) রোজ রবিবার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ২- টা পর্যন্ত জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আঞ্চলিক শাখার ঝালকাঠী ও পিরোজপুর জেলার উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ’র কেন্দ্রীয় সভাপতি ও পীর সাহেব চরমোনাই (রহ:) এর সুযোগ্য খলিফা, আল্লামা নুরুল হুদা ফয়েজী, পীর সাহেব কারীমপুর।
মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজীর সভাপতিত্বে ইসলামী মহা সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন, কারীমপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি হেদায়েতুল্লাহ আনছারী, কুমিল্লা ফজলুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামীম মাওলানা ইউনুছ আহমদ, দৈনিক ওলামা কন্ঠ পত্রিকার সম্পাদক কে. এম. নূহু হোসাইন (নোমানী), কেরানীগঞ্জ হুজ্জাতুল ইসলাম মাদ্রাসার মুফতি মুফতি মাসুম বিল্লাহ-
জাতীয় ওলামা মাশায়েখ আইয়াম্মা পরিষদ দুমকি উপজেলা সভাপতি মুফতি আমিন, পীর সাহেব কারীমপুর’র সেঝ সাবেজাদা মুফতি আহসানুল্লাহ ফয়েজী, আশরাফুল মাদাররিস কওমি মাদ্রাসার মুহতামীম মাওলানা হাবীবুল্লাহ্, ভান্ডারীয়া বাসস্টান্ড মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুবকর, চাড়াখালী হুজুর মাওলানা আব্দুস সোবহান, আমুয়ার হুজুর মাওলানা কে এম সোলায়মান, চরখালী হুজুর মাওলানা নাছরুল্লাহ প্রমুখ।