শিরোনাম

লৌহজংয়ে বাদরের উৎপাতে গ্রামবাসী অতিষ্ট!

আ স ম আবু তালেব: লৌহজংয়ে বাদর’র উৎপাত বৃদ্ধি পাওয়ায় স্থানীয় লোকজন অতিষ্ঠ হয়ে ওঠছে। দিনের বেলা হাট – বাজার, রাস্তা – ঘাট সংলগ্ন গাছের মগ ডালে ঝুলে থাকতে দেখা যায়।

প্রায় প্রতি রাতে রান্না ঘরে খাবার খুঁজতে এসে রান্নায় ব্যবহ্নত দ্রব্যসামগ্রী নষ্ট করে ফেলে। দিনের বেলা কখনো বাড়ির আঙ্গিনায় দাড়িয়ে কোন শিশু ফল খাওয়ার সময় কান টেনে ফল কেড়ে নিয়ে যায়।

রাগান্বিত হয়ে কেউ ভয় দেখালে রাতের আধারে ক্ষিপ্ত হয়ে ঘরের চালে ডাল ভেঙ্গে ছুড়ে মারে। এতে লোকজনের ঘুমের ব্যাঘাত ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কনকসার বাজারের জনৈক চা বিক্রেতা জানান, দোকানদার অন্যমনস্ক হলেই দ্রুত বেগে এসে রুটি ও কেক নিয়ে চোখের পলকে সটকে পড়ে। ধারনা করা হচ্ছে চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলের পাইকারদের থেকে কলা ক্রয় করে ট্রাকে ফেরার সময় দুষ্ট বানরের দল লৌহজং এসেছে।

নিউজটি শেয়ার করুন :