এম. এ. তাহের, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
গতকাল ১৭ মার্চ লোহাগাড়া উপজেলা কৃষক লীগ আয়োজিত বটতলী বদিউর রহমান মার্কেট ৩য় তলায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম-শতবার্ষিকী উদযাপিত হয়েছে।
সন্ধ্যা ৭ ঘটিকায় ক্বোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। লোহাগাড়া উপজেলা কৃষক লীগ সভাপতি আলী আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সহ- সভাপতি তুষার বড়ুয়ার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরো।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এইচ. এম. গনি সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ মিয়া ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আব্দুল আজিজ, লোহাগাড়া উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি ও কলাউজান ইউপি চেয়ারম্যান এম এ ওয়াহেদ-
লোহাগাড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক রক্সি সিকদার, উপজেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, দপ্তর সম্পাদক জমির উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, লোহাগাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাজী আব্দুর রহিম, চরম্বা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হাজী ফোরকান, বড়হাতিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শিমুল বড়ুয়া-
আধুনগর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মৃদুল বড়ুয়া, পদুয়া ইউনিয়ন কৃষক লীগ সভাপতি শের আলী, লোহাগাড়া উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি নাসির উদ্দিন, বার আউলিয়া ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি সুজন। বক্তারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না, বাঙালি জাতি পেত না একটি লাল সবুজের পতাকা।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের দূরদর্শী রাজনৈতিক নেতৃেত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নের রোড মডেল। ক্ষুধামুক্ত দুর্নীতিমুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এতে আরো উপস্হিত ছিলেন ছাত্রলীগ,যুবলীগ, কৃষকলীগ,শ্রমিক লীগের নেতৃবৃন্দরা।