শিরোনাম

করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে জুমার নামায শেষে দোয়া মোনাজাত 

এম, এ, তাহের, চট্টগ্রাম প্রতিনিধিঃ
আজ ২০, ৩ মার্চ ২০ ইংরেজী শুক্রবার লোহাগাড়া উপজেলা আমিরাবাদ সুফিয়া দায়েমীয়া শাহী জামে মসজিদে খুতবার পূর্বে সচেতনতামূলক আলোচনা অনুষ্টিত হয়েছে।

আলোচনায় অত্র মসজিদের খতিব মৌলানা এম, আতিকুর রহমান মোহাম্মদ শাহ আলম বলেন, আজ বিশ্ব ব্যাপী করোনা ভাইরাস মহামারিতে রূপ নিয়েছে। বিশ্ব আজ থমকে দাঁড়িয়েছে, সকল মানুষ আজ আতংকিত। বিশ্ব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর সকল কর্মকাণ্ড মুখথুবড়ে পড়ে আছে।

পরিস্থিতির কাছে পৃথিবী আজ বড় অসহায়,
আল্লাহ্‌ শর্ব শক্তিমান, সকল জটিল সমস্যার সমধান করে নিরাপদ জীবন তিনিই দান করতে পারেন। আজ পৃথিবীর মানুষ স্রষ্টাকে ভুলেগিয়ে স্রষ্টার অপছন্দের কাজ, অনাচার, ব্যাভিচার, হত্যা, ধর্ষণ ও আমিত্বভাব দিয়ে সংসার সমাজ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমরা আমাদের প্রভুকে ভুলে গেছি, আমাদের শাস্তি রুপে করোনার মত (ভাইরাসের) আগমন ঘটেছে। সময় এসেছে কান্না জড়িত কণ্ঠে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করার।মসজিদ, মন্দির, গির্জা বন্ধ রাখলে পৃথিবীর মানুষের জন্য আরো কঠিন শাস্তি অপেক্ষা করছে।

বিশ্বের সকল উপসনালয় বন্ধ না রেখে মসজিদ, মন্দির, গির্জা গুলো খুলে দিয়ে নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানে গিয় প্রভুর নিকট কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করুন। জুমার নামাজ আদায় শেষে সর্বস্তরের মুসল্লিদের নিয়ে মহান আল্লাহর নিকট বিশ্বের সকল মানব জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মৌলানা এম,আতিকুর রহমান মোহাম্মাদ শাহ্ আলম।

নিউজটি শেয়ার করুন :