শিরোনাম

করোনায় দ্রুত চিকিৎসা সেবা, বাজার নিয়ন্ত্রনে সরকারের প্রতি আহ্বান: যুব আন্দোলন

 

প্রেস বিজ্ঞপ্তি
সম্প্রতি সারাবিশ্ব জুড়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারীতে রুপ নিয়েছে। করোনায় আক্রান্তদেরকে দ্রুত চিকিৎসা সেবা প্রদান ও বাজার নিয়ন্ত্রনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অতিরিক্ত মজুদ করার প্রবণতা পরিহার করতে সর্বস্তরের জনগনের প্রতিও আহবান জানানো হয়।

আজ ২০ মার্চ শুক্রবার ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কর্ম পরিষদের বৈঠকে চলমান পরিস্থিতিতে করণীয় বিষয়ক সভায় এই আহ্বান জানানো হয়।ইসলামী যুব আন্দোলনের সকল শাখা ও জনশক্তির জন্য করণীয় নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়।

১. ইসলামী যুব আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম চলমান থাকবে। তবে জনস্বাস্থ্য পরিপন্থী কর্মসূচীসমূহ থেকে আপাতত সবাইকে বিরত থাকতে অনুরোধ করা যাচ্ছে।

২. যে কোন প্রতিকূল পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করার জন্য সকলকে প্রস্তত থাকতে নির্দেশ প্রদান করা হলো।

৩. সোস্যাল মিডিয়া, ইমেইল কিংবা পারস্পরিক ফোনালাপে মহামারী এই ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। সেই সাথে নেতিবাচক ভিডিও কিংবা তথ্য যে কোন মাধ্যমে শেয়ার করা হতে বিরত থাকতে হবে।

৪. মহামারী করোনা ভাইরাস থেকে পরিত্রাণের জন্য প্রতি সোম ও বৃহস্পতিবার সুন্নাহর অংশ হিসেবে রোজা রাখা।

৫. প্রতিদিন সালাতুল হাজত আদায় করা ও রাত্রীকালীন ইবাদাত তথা তাহাজ্জুদের আমল নিয়মিত করা।

৬. বেশি বেশি কোরআন তিলাওয়াতসহ প্রত্যেক শাখাভিত্তিক দায়িত্বশীলদের মাধ্যমে স্ব-অবস্থানে থেকে খতমে কোরআনের ব্যবস্থা করা।

৭. ইস্তিগফারের আমল ও রব্বে কারীমের দরবারে রোনাজারী বৃদ্ধি করা।

৮. করোনা ভাইরাসের বিষয়ে যুব আন্দোলন কর্তৃক প্রকাশিত লিফলেটের নির্দেশনা অনুযায়ী গণসচেতনতা তৈরী করা।

নিউজটি শেয়ার করুন :