শিরোনাম

কোম্পানীগঞ্জে করোনা সচেতনতায় কমিটি গঠন

 

এম.এস আরমান

নোয়াখালীর কোম্পানীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে আজ শুক্রবার (২০ মার্চ) দুপুর ৩টায় বসুরহাট পৌরসভা মেয়র কার্যালয়ে কমিটি গঠন ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা সভাপতিত্বে সচেতনতা সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফয়সল আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুহা. সেলিম, কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান।

উক্ত সভায় বক্তারা বিদেশ থেকে দেশে আসা প্রবাসীদের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা নিশ্চিত করা এবং করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি খিজির হায়াত খান, বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার প্রমূখ।

সভায় করোনা প্রতিরোধে বসুরহাট পৌরসভা মেয়রকে আহব্বায়ক করে ৫৩ সদস্য বিশিষ্ট বসুরহাট পৌরসভা করোনা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

মেয়র আবদুল কাদের মির্জা করোনা ভাইরাস মুক্ত কোম্পানীগঞ্জ গড়ার লক্ষ্যে স্ব স্ব ওয়ার্ডে সচেতনতামূলক কমিটি গঠনের জন্য সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন :