আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ তিলোত্তমা রাজধানী ঢাকার ফুটপাতগুলো হকার মুক্ত করতে পুলিশ উচ্ছেদ অভিযান চালিয়ে কেন বারবার ব্যর্থ হচ্ছে! তা জনসম্মূখে তোলে ধরার জন্যই আমাদের এই অনুন্ধানী প্রতিবেদন।
হকারদের ফুটপাত দখল নিয়ে জনমনে হাজারো প্রশ্ন দেখা দিলেও সন্তোষজনক জবাব খুঁজে পাওয়া যায়নি। পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নিরাপদ সড়ক চাই শ্লোগানটি দুমড়ে মুচড়ে আছড়ে পড়ছে যেন নর্দমাক্ত দূগন্ধময় ড্রেনে।
সরেজমিনে রিপোর্ট সংগ্রহ করার জন্য গুলিস্থানের পরিচিত কয়েকজন হকারের সাথে আলাপ করলে জানা যায়। প্রভাবশালী একটি রাজনৈতিক সংগঠনের পাতি নেতারা উর্ধ্বতন নেতার গ্রীন সিগন্যাল পেয়েই গুলিস্থানের ৩৬ ইঞ্চি ফুটপাত ৫০,০০০ টাকা দরে হকারদের নিকট বিক্রি করেছে।
এবং প্রতিদিন ১০০ টাকা করে হকারদের নিকট থেকে চাঁদা নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। যার ফলে, পুলিশের হকার উচ্ছেদ অভিযান বারবার ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি দিবেন কি?