গিয়াস উদ্দিন সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের বাসিন্দা আব্দুল হকের স্ত্রী ও ৩য় ছেলে মাও. সারওয়ার হোসাইন সোহেল সিএনজি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
স্থাীয় সূত্রে জানা যায়, ২০শে মার্চ শুক্রবার সকাল ১১টার দিকে লাতু মাদরাসার শিক্ষক মাও. সারওয়ার হোসাইন সোহেল তাঁর মাকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হলে লেঙ্গুড়া রাস্তায় সিএনজি দুর্ঘটনায় মা ও ছেলে আহত হন।
তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন, এলাকাবাসী। বর্তমানে তারা সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা যায়।
নিউজটি শেয়ার করুন :