শিরোনাম

জৈন্তাপুরে আল্লাহকে কটাক্ষ, অর্থদন্ড দিয়ে ক্ষমা চাইলো হিন্দু যুবোক

 

গিয়াস উদ্দিন সিলেট জেলা প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়ন উমনপুর গ্রামের বাসিন্দা অনন্ত সরকার। সে তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে।তার দেয়া স্ট্যাটাস পাঠকের সামনে হুবহু তুলে ধরা হলো।

সে লিখে, আল্লাহর ঘর তো আল্লাহ বাচাইতে পারলেন না। আর তুই আসস বিশ্বাসী আর রাজনীতি নিয়া।গরু ছাগল, আল্লাহরে ক ফু দিয়া ভালো করি লাইবা। দেশে যে উইকেট পড়ছে আল্লাহ কই আসলা?আরো পড়বো তর আল্লাহরে কইস পারলে বাচাইতা।

আল্লাহকে তার এই বাজে মন্তব্য ফেইসবুকে ভাইরাল হলে জৈন্তাপুর মডেল থানা তাকে গ্রেফতার করতে আসলে তার বাবা ও আত্মীয় স্বজনরা স্হানীয় মাতব্বরদের মাধ্যমে পুলিশ হাত থেকে তাকে রক্ষা করে। গত ২৪, ৩, ২০ইং (মঙ্গলবার) আছরের পরে উমনপুর দোকানের সামনে সালিশ বসে।তখন আল্লাহকে কটাক্ষ করে ভুল করেছি বলে দেশবাসীর কাছে ক্ষমা চায় অন্তত সরকার। এবং শাস্তি সরুপ কানধরে উটাবসা (উটবস) করান তার আত্মীয় স্বজনরা। এসময় উপস্থিত ছিলেন তার আত্মীয় স্বজন ও স্থানীয়  মাতব্বরগণ। এবং আগামী শুক্রবার এ ব্যাপারে বৈঠক রয়েছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন :